অর্থনীতিকে চাঙ্গা করতে রকে'টের ওপর ভরসা ব্রিটেনের

টানা দু’বছর ধরে কোভিডের ঝড়ঝাপ্‌টা রুখতে বিভিন্ন সময়ে নানা পর্যায়ে লকডাউন চলায় ব্রিটেনের অর্থনীতি বেশ টালমাটাল অবস্থায় পড়েছে। গ্রিনহাউস গ্যাসের নির্গমন দ্রুত কমানোর লক্ষ্যে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্পও বিপদের মুখে। বহু মানুষ চাকরি খুইয়েছেন গত দু’বছরে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রকেট উৎক্ষেপণ, মহাকাশ গবেষণা ও ভ্রমণের নতুন নতুন ক্ষেত্র নির্বাচন শুরু হয়ে গেছে গোটা ব্রিটেনে। আগামী বছরই ব্রিটেনের মাটি থেকে প্রথম কোনও উপগ্রহের উৎক্ষেপণ হতে চলেছে।

ব্রিটেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, আগামী বছর থেকে রকেট ও উপগ্রহ উৎক্ষেপণ, মহাকাশ গবেষণা ও ভ্রমণের নতুন নতুন ক্ষেত্র নির্বাচন নিয়ে জো'রকদমে মাঠে নামছে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মহাকাশ গবেষণা সংস্থা। দু’টি দেশেরই নানা জায়গায় তৈরি করা হচ্ছে মহাকাশ বন্দর। মহাকাশ বন্দর বানানো হচ্ছে ব্রিটেনের বেশ কয়েকটি দ্বীপেও।

ব্রিটেনের এই মহাকাশ কর্মসূচিকে যতটা সম্ভব পরিবেশবান্ধব করে তোলারও চেষ্টা হচ্ছে। যাতে সেই কর্মসূচি রূপায়ন করতে গিয়ে বাতাসে কার্বনের বোঝা আরো না বেড়ে যায়।

তাই আগামী বছর কর্নওয়াল থেকে ‘ভা'র্জিন অরবিট’ নামে একটি সংস্থা জাম্বো জেট বিমান উড়িয়ে ভূপৃষ্ঠ থেকে ৩৫ হাজার ফুট উচ্চতায় রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমগু'লির খবর। এতে বাতাসে বাড়তি কার্বন জমা পড়বে না।

Back to top button