বৃষ্টিস্নাত পবিত্র কাবা শরিফ
মু'সলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ম'ক্কার পবিত্র ম'সজিদুল হারামে কয়েক দিন আগেই বৃষ্টির নামাজ (সালাতুল ইসতিসকা) অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয় কাবা প্রাঙ্গণে। গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে বৃষ্টিস্নাত কাবা প্রাঙ্গণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
পবিত্র ম'সজিদুল হারামের কাবা প্রাঙ্গণে সব সময় মু'সল্লিদের ভিড় থাকে। করো'নাকালেও স্বাস্থ্যবিধি মেনে চলছে ওম'রাহ পালন ও নামাজ আদায়। প্রবল বৃষ্টি মু'সল্লিদের দেহ ও মনে তৈরি করে অনাবিল প্রশান্তি। বৃষ্টিতে ভিজে মু'সল্লিদের ওম'রাহ পালন ও নামাজ আদায় করতে দেখা যায়।
প্রবল বৃষ্টি বর্ষণে তীব্র তাপ থেকে মুক্তি মেলে মু'সল্লিদের। সবার মধ্যে তৈরি হয় ভিন্ন রকম অনুভূতি। বৃষ্টিস্নাত কাবা ঘরের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আবেগ-অনুভূতি প্রকাশ করেন ম'সজিদুল হারামে অবস্থানকারীরা।
গত ১৩ ডিসেম্বর পবিত্র ম'সজিদুল হারামে বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়। ম'ক্কা ও ম'দিনার পবিত্র দুই ম'সজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস এ নামাজের ই'মাম ছিলেন। এ নামাজে উপস্থিত ছিলেন ম'ক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সালসহ উচ্চপদস্থ প্রশাসনিক কর্মক'র্তারা। নামাজের পর শায়খ আল সুদাইস খুতবা পাঠ করেন। এদিকে ম'সজিদে নববিতে বৃষ্টির নামাজ পড়িয়েছেন ড. আবদুল মুহসিন আল কাসিম।
সূত্র : আরব নিউজ।