ভাইকে মা'থায় চেঁপে ৫৩ সেকেন্ডে ১০০ সিঁড়ি পার!

ভাইকে মা'থায় চাপিয়ে মাত্র ৫৩ সেকেন্ডে ১০০ সিঁড়ি বেয়ে গিনেস বুকে ঠাঁই করে নিয়েছেন এক যুবক। গত ২৩ ডিসেম্বর স্পেনের একটি গির্জার বাইরে ভিয়েতনামের বাসিন্দা এই ভ্রাতৃদ্বয় এই চ'মক দেখান বলে গিনেস বুক কর্তৃপক্ষ জানিয়েছে।

জিয়াং কুওক কো (৩৭) এবং জিয়াং কুওক এনগিপ (৩২) নামে এই ভ্রাতৃদ্বয় সার্কাসে খেলা দেখান।
এর আগেও একবার এই চ'মক দেখানোর জন্য গিনেস বুকে নাম লেখান তারা। ২০১৬ সালের ডিসেম্বরে একই জায়গায় ৫২ সেকেন্ডে ৯০টি সিঁড়ি বেয়ে রেকর্ড গড়েছিলেন তারা। তবে এবার আগের রেকর্ড ছাপিয়ে তারা ৫৩ সেকেন্ডে ১০০ ধাপ চড়লেন।

তাদের মধ্যে এক ভাইকে একটি ভিডিওতে বলতে শোনা গিয়েছে, আজ আম'রা খুব আনন্দ অনুভব করছি। আম'রা আশ্চর্য বোধ করছি, কারণ এখন আম'রা ৫৩ সেকেন্ডে ১০০ ধাপ চড়েছি। আশা করি সবাই এই দিনটিকে মনে রাখবেন। আগে ওই স্প্যানিশ গির্জার সিঁড়িতে ৯০টি ধাপ ছিল। পরে ভ্রাতৃদ্বয়ের এই চ'মকের জন্য আরও ১০টি ধাপ তৈরি করা হয়। এই বিষয়ে বড় ভাই জিয়াং কুওক কো বলে, নতুন ধাপগু'লি আগের ধাপগু'লির তুলনায় ভিন্ন উচ্চতার ছিল। আম'রা আগে থেকে এই ১০টি ধাপে অনুশীলন করার সুযোগ পাইনি।

২০১৮ সালে পেরুর বাসিন্দা পাবলো নোনাটো পান্ডুরো এবং জোয়েল ইয়াইকেট সাভেদ্রা ৯১টি সিঁড়ি বেয়ে এই জুটির ২০১৬ সালের রেকর্ডটি ভেঙে দেন। তবে ২০১৮ সালের ডিসেম্বরে, ভ্রাতৃদ্বয় আরেকটি কী'র্তি সম্পন্ন করেছিলেন। চোখ বেঁধে সবচেয়ে কম সময়ে এক ভাইকে মা'থায় চাপিয়ে ১০টি সিঁড়ি বেয়ে ওঠা এবং নামা'র রেকর্ড তৈরি করে আরেক ভাই।

Back to top button