আজকের দিনে যাদের মীর জাফর বললেন ইম'রান খান

নিজ দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের মীর জাফর বলে আখ্যায়িত করেছেন পা'কিস্তানের প্রধানমন্ত্রী ইম'রান খান।

তিনি বলেন, মীর জাফর এবং মীর সাদিক ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাকে তাদের হাতে তুলে দিয়েছিল। এরা (তার দলের ভিন্নমতাবলম্বী) আজকের মীর জাফর এবং মীর সাদিক।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন ইম'রান খান। পা'কিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উদ্দেশে দেওয়া ভাষণে যু'ক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইম'রান খান বলেন, ‘আপনারা বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ করে ক্ষমতার পরিবর্তন আনতে চাইছেন। কিন্তু মনে রাখবেন জাতি আপনাদের ভুলে যাবে না এবং ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না।’

ইম'রান খানের বি'রুদ্ধে আনা বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব নিয়ে পা'কিস্তানের জাতীয় পরিষদের নিম্নকক্ষে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। এর মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দিলেন পা'কিস্তানের প্রধানমন্ত্রী। এর আগে পা'কিস্তানের নিরাপত্তা পরিষদের সদস্য ও সাম'রিক বাহিনীর শীর্ষ কর্মক'র্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

অনাস্থা ভোটের আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তাকে ক্ষমতাচ্যুত করতে বিদেশিদের ষড়যন্ত্রের অ'ভিযোগ তোলেন ইম'রান খান। তিনি দাবি করেন, বিদেশিরা তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। এদের সঙ্গে বিরোধী দলগুলোর যোগাযোগ রয়েছে। অনাস্থা ভোটে তিনি জয়ী হয়ে গেলে পা'কিস্তানকে কঠিন সময়ের মুখে পড়তে হবে।

Back to top button