প্রতিবেশী দেশগুলোতে ৫৫০০ বার বো'মা হা'মলা করেছে ইস'রাইল

ফিলি'স্তিনসহ তার প্রতিবেশী আরব দেশগুলোতে গত পাঁচ বছরে সাড়ে ৫ হাজার বার বো'মা হা'মলা করেছে ইস'রাইল। খবর আরব নিউজ’র।

ইস'রাইলি বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমিকাম নরকিনের নেতৃত্বে এসব হা'মলা চালানো হয়েছে।

২০১৭ সাল থেকে ইস'রাইলি যু'দ্ধবিমানগুলো ১ হাজার ২০০ অবস্থানে এসব হা'মলা চালিয়েছে।

৪০৮টি অ'পারেশনে সাড়ে ৫ হাজার বো'মা হা'মলা চালিয়েছে ইস'রাইলের যু'দ্ধবিমানগুলো।

এর মধ্যে ফিলি'স্তিনের গাজায় সবচেয়ে নৃ'শংস হা'মলা চালিয়েছে ২০২১ সালে। এসব হা'মলায় নারী ও শি'শুসহ আড়াইশ ফিলি'স্তিনি বেসাম'রিক নি'হত হন।

এছাড়া সিরিয়া এবং লেবাননেও হরহামেশা বিনা উসকানিতে হা'মলা চালিয়ে আসছে ইস'রাইল।

Back to top button