ক্যালিফোর্নিয়ায় ব'ন্দুকধারীদের হা'মলায় নি'হত ৬, আ'হত ৯
যু'ক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে ব'ন্দুকধারীরা এলোপাতাড়ি গু'লি চালিয়েছে। এতে ৬ জন নি'হত ও ৯ জন আ'হত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পু'লিশ।
রোববার (৩ এপ্রিল) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্যাক্রামেন্টোর পু'লিশ এক টুইট বার্তায় জানায়, নির্বিচারে গু'লির ঘটনায় মোট ১৫ জন আ'হত হয়েছেন। তবে তাদের মধ্যে ছয়জন নি'হত হয়েছেন।
স্যাক্রামেন্টো পু'লিশের মুখপাত্র সার্জেন্ট জ্যাক ইটন বলেন, শহরের ১০ম ও জে রোডে এ হা'মলার ঘটনা ঘটে।
এদিকে ক্যালিফোর্নিয়ার এ শহরটির পু'লিশ বিভাগ জানায়, এরই মধ্যে কয়েকটি রোড বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া যারা আ'হত হয়েছেন তাদের অবস্থাও জানা যায়নি।
স্যাক্রামেন্টোর পু'লিশ প্রধান বলেন, যেখানে এ ঘটনা ঘটেছে সেখানে পু'লিশ কর্মক'র্তারা ছিলেন। তারা গু'লির শব্দ শুনেছেন। আ'হতদের চিকিৎসা সহায়তা দেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।