রেলগাড়িতে চলছে সরকারি প্রাথমিক স্কুল!

স্কুলের রূপ বদলে হয়ে গেল রেলগাড়ি। অ'বাক কা'ন্ড শিলিগুড়ি শহর লাগোয়া একটি স্কুলে। পথের পাচালির অ'পুর অ'বাক বিষ্ময়ে রেলগাড়ি দেখতে যাওয়ার গল্প অনেক শি'শুমনেই প্রভাব ফেলে। গ্রামে গঞ্জে এখনও একদল শি'শু জড়ো হয়ে রেলগাড়ি রেলগাড়ি খেলা খেলে থাকে। শি'শুদের মনে রেলগাড়ির প্রতি যে একটা আলাদা আকর্ষণ রয়েছে তা এই উদাহ'রণ গু'লি থেকেই স্পষ্ট ।

তাই শুধুমাত্র পড়াশুনার গন্ডির মধ্যে আবদ্ধ না থেকে পড়া পড়া খেলার অনুভুতি মনে জাগরিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেলগাড়ির কাম'রার রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এতে একদিকে যেমন পড়ুয়াদের স্কুলমুখি করা গেছে অন্যদিকে চিরাচরিত স্কুলের চারদেওয়ালের ম'রচে ধ'রা রঙ আলাদা মাত্রা পেয়েছে। এই স্কুলটি শিলিগুড়ি শহরের অদূরে জঙ্গল ঘেরা রাজগঞ্জ ব্লকের শিমূলগুড়িতে। স্কুলটির নাম সি এস প্রাথমিক বিদ্যালয়। ২০১৯ সালে স্কুলটির পোড়ামাটির রূপ বদলে সর্বসম্মতিক্রমে রেলগাড়ির কাম'রার রূপ দেওয়ার সিদ্ধান্ত হয়। স্কুলের ১০৩ জন পড়ুয়া সকলেই নিয়মিত স্কুলে আসে।

স্কুলের ভা'রপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কান্তি সরকার জানান, বিশেষজ্ঞদের মতে নতুন ধারণায়, নতুন আঙ্গিকে যদি শৈশবকে পড়াশোনার বন্ধনে আবদ্ধ করা যায় তাতে পড়াশুনার প্রতি শি'শুরা বেশি করে আকৃষ্ট হয়। তাই এই চিন্তা ভাবনা।

Back to top button