বিদেশি ষড়যন্ত্রের বি'রুদ্ধে মুক্তির ল'ড়াই আবার শুরু: ইম'রান খান
অনাস্থা ভোটে ক্ষমতা হা'রানোর একদিন পর পা'কিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইম'রান খান বলেছেন, ‘শাসক পরিবর্তনে একটি বিদেশি ষড়যন্ত্রের বি'রুদ্ধে মুক্তির ল'ড়াই আজ আবার শুরু হয়েছে।’
সোমবার টুইটারে তিনি এ কথা বলেন।
টুইটারে পিটিআই চেয়ারম্যান ইম'রান লিখেছেন, ‘১৯৪৭ সালে পা'কিস্তান স্বাধীনতা লাভ করে। কিন্তু শাসক পরিবর্তনে একটি বিদেশি ষড়যন্ত্রের বি'রুদ্ধে মুক্তির ল'ড়াই আবার আজ শুরু হলো।’
ইম'রান খান আরও লিখেছেন, ‘দেশের মানুষ সবসময় নিজেদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করেছেন।’
‘বিদেশি ষড়যন্ত্রের’ অ'ভিযোগে দেশব্যাপী পিটিআইর বি'ক্ষোভ পালনের ঘোষণার পর তিনি টুইটারে এসব কথা বলেছেন।
শনিবার দিবাগত রাতে পা'কিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী ইম'রান খান। এরপর একই রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়েন তিনি।