পার্লামেন্টে গেলেন ইম'রান খান
বিরোধী এমপিদের অনাস্থা ভোটে ক্ষমতা হারের পর ইম'রান খান পা'কিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে গিয়েছেন। আজ সোমবার (১১ এপ্রিল) দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগ মুহূর্তে তিনি পার্লামেন্ট ভবনে এসে পৌঁছান।এদিকে পার্লামেন্টে ইম'রান খান এসে পৌঁছালে স্লোগান দিতে শুরু করেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এমপিরা।
রোববার রাতে তার ডাকে সারা দিয়ে সম'র্থকদের সড়কে নেমে আসার বিষয়ে এ সময় প্রশ্ন করা হলে ইম'রান খান বলেন, ‘সম্মান প্রদানকারী একমাত্র আল্লাহ।’ এদিকে পা'কিস্তানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য গত রোববার (১০ এপ্রিল) মনোনয়ন পত্র জমা দিয়েছেন ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী নেতা ও পা'কিস্তান মু'সলিম লীগ-(নওয়াজ) (পিএমএল-এন) প্রেসিডেন্ট শেহবাজ শরিফ এবং পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও ইম'রান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণে সোমবার অ্যাসেম্বলির সদস্যরা ভোট দেবেন।
পিটিআই সূত্র জানিয়েছে, পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক করতে সোমবার অ্যাসেম্বলি ভবনে গিয়েছেন ইম'রান খান। বৈঠকে নিজ দলের এমপিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন তিনি। পা'কিস্তানের ৩৪২ সদস্যের পার্লামেন্টে এখনো এককভাবে ইম'রানের দল পিটিআইর সদস্য বেশি। এই দলের ১৫৫ জন সদস্য রয়েছেন পার্লামেন্টে। শাহবাজের দল মু'সলিম লিগের সদস্য ৮৪ জন। প্রয়াত বেনজির ভুট্টোর দল পিপিপির সদস্য ৫৬ জন। পিপিপির নেতৃত্ব দিচ্ছেন বেনজিরের ছে'লে বিলাওয়াল ভুট্টো।
এর আগে , চলতি মাসের ৩ তারিখ পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইম'রান খানের বি'রুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনে। তবে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে ডেপুটি স্পিকার কাসিম সুরি জানিয়ে দেন, বিরোধীদের আনা প্রস্তাব আসলে ‘বিদেশি চক্রান্ত। ’ ডেপুটি স্পিকারের এই পদক্ষেপের পরপর ইম'রান খানের পরাম'র্শে প্রেসিডেন্ট আরিফ আলভি ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন। ডেপুটি স্পিকারের দেওয়া ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আ'দালতের দ্বারস্থ হন বিরোধীরা। টানা চার দিন চরম নাট'কী'য়তার পর বৃহস্পতিবার ইম'রান খানের বি'রুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অ'বৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা দেন দেশটির সুপ্রিম কোর্ট।
সূত্র: জিও নিউজ