ইম'রান খান হেসে বললেন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ
সোমবার পা'কিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেহবাজ শরীফ। দেশটির জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়েছে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ।
এদিন জাতীয় পরিষদে উপস্থিত হন সাবেক প্রধানমন্ত্রী ইম'রান খান। তিনি আসা মাত্রই তার সম'র্থনে স্লোগান দিতে থাকেন তার সম'র্থকরা।
এর আগে ইম'রান খানের সম'র্থনে রোববার স্থানীয় সময় রাতে পুরো পা'কিস্তানে র্যা লি ও সমাবেশ হয়। তার সম'র্থনে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন।
সোমবার জাতীয় পরিষদে আসার পরই ইম'রান খানকে ঘিরে ধরে গণমাধ্যমকর্মীরা। ইম'রান খান জাতীয় পরিষদে আসার পর তার সম'র্থনে সাধারণ মানুষের রাস্তায় নেমে আসার বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হয়।
এর উত্তরে ইম'রান খান হেসে বলেন, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ (ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ)।
ইম'রান খান জাতীয় পরিষদে এসে দাবি করেন, তাকে ক্ষমতাচ্যুত করে যে শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করা হচ্ছে। সেই শেহবার একজন দু'র্নীতিগ্রস্ত মানুষ।
ইম'রান বলেন, এমন একজন দু'র্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে একই পরিষদে থাকতে পারবেন না তিনি ও তার দল। ফলে তারা পদত্যাগ করবেন।
ইম'রানের এমন বক্তব্যের পর জাতীয় পরিষদে অধিবেশনে যোগ দিয়ে তার দল পিটিআই। কিন্তু অধিবেশনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্ম'দ কোরেশি জানান, তারা সবাই পদত্যাগ করবেন এবং প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেবেন না। তার এ ঘোষণার পর পিটিআইয়ের সব সদস্য বের হয়ে যান।
সূত্র: জিও নিউজ