পা'কিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে যা বললেন আফ্রিদি
পা'কিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পা'কিস্তান মু'সলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। অনাস্থা ভোটে হেরে পা'কিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইম'রান খান। তার জায়গায় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহবাজ শরিফ।
এদিকে নতুন প্রধানমন্ত্রীকে অ'ভিনন্দন জানিয়েছেন পা'কিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। এ অলরাউন্ডার টুইটারে লিখেছেন, ‘পা'কিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে অ'ভিনন্দন।’
ইম'রান খানের ভক্ত আফ্রিদি উর্দুতে আরও লেখেন, ‘আশা করছি যে পা'কিস্তানকে এ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে তিনি তার দক্ষতা দিয়ে উত্তরণ ঘটাতে সক্ষম হবেন।’
সোমবার ইম'রান সরকারবিরোধী জোট'কে হারিয়ে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনের সময় ইম'রানের পা'কিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগের ঘোষণা দিয়ে পার্লামেন্ট ওয়াক আউট করেন। শাহবাজ পার্লামেন্টে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। সূত্র: জিও নিউজ