পশ্চিমতীরে ইস'রাইলি সে'নাদের গু'লিতে ৩ ফিলি'স্তিনি নি'হত

ফিলি'স্তিনের পশ্চিমতীরে এক কি'শোরসহ তিন ফিলি'স্তিনিকে গু'লি করে হ'ত্যা করেছে ইস'রাইলি সে'নারা। পবিত্র রমজানে ফিলি'স্তিনে ইহুদিবাদী ইস'রাইলের সবচেয়ে নৃ'শংস হা'মলা এটি। খবর এবিসি নিউজ’র।

ফিলি'স্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার পশ্চিমতীরে ওই তিন
ফিলি'স্তিনিকে হ'ত্যা করে ইস'রাইল।

ইস'রাইলের সে'নাবাহিনীর দাবি, ১৪ বছর বয়সি ফিলি'স্তিনি কি'শোর পেট্রোল বো'মা ছুড়ে মা'রার কারণে সে'নারা তাকে গু'লি করে হ'ত্যা করেছে।

ফিলি'স্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নাবলুসে ইস'রাইলি সে'নাদের গু'লিতে ৩৪ বছর বয়সি আইনজীবী মোহাম্ম'দ আসাফ নি'হত হয়েছে। এ ছাড়া রামাল্লায় ইস'রাইলি সে'নাদের অ'ভিযানের সময় সং'ঘর্ষে আরেক ফিলি'স্তিনি নি'হত হন।

বুধবারের অ'ভিযানে প্রায় ২০ জনকে গ্রে'ফতার করেছে ইস'রাইল।তাদেরকে স'ন্দেহভাজন স'ন্ত্রাসী হিসেবে অ'ভিহিত করা হচ্ছে।

Back to top button