এবার নতুন বিপদে ইম'রান খান

পা'কিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পা'কিস্তান মু'সলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। অনাস্থা ভোটে হেরে পা'কিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইম'রান খান। তার জায়গায় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহবাজ শরিফ।

এদিকে পা'কিস্তানের প্রধানমন্ত্রী পদ হা'রানোর পরে এবার দু'র্নীতির মা'মলায় ত'দন্তের মুখে পড়লেন ইম'রান খান। প্রধানমন্ত্রী থাকাকালীন উপহার পাওয়া একটি নেকলেস ১৮ কোটি রুপিতে বিক্রি করে দেওয়ার অ'ভিযোগ রয়েছে তার বি'রুদ্ধে। দেশটির গোয়েন্দা সংস্থা ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সিকে এ বিষয়ে ত'দন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন’র।

পা'কিস্তানের আইন অনুযায়ী, সরকারি পদে থাকাকালীন উপহার পাওয়া সব জিনিস সরকারি কোষাগারে জমা করতে হয়। কিন্তু ইম'রান সে নিয়ম মানেননি বলে অ'ভিযোগ ওঠেছে। ইম'রান ওই নেকলেসটি তার বিশেষ সহায়ক জুলফিকার বুখারির মাধ্যমে লাহরের এক গয়না বিক্রেতার কাছে বিক্রি করে দেন।

তবে দেশটির কোনো সরকারি বা সাংবিধানিক পদাধিকারী উপহার নিজের কাছে রাখতে চাইলে সেটির বাজারমূল্যের অর্ধেক সরকারি কোষাগারে জমা করতে হয়। এ ক্ষেত্রে ইম'রান নেকলেসের মূল্য অনেক কম দেখিয়ে মাত্র কয়েক হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন বলেও অ'ভিযোগ রয়েছে।

পা'কিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইম'রান খানকে। অ'তীতের ধারা অনুসরণ করে পা'কিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই।

পা'কিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে বিদায় নিলেন ক্ষমতা থেকে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইম'রান খানের বি'রুদ্ধে বিভিন্ন মা'মলার শুনানি হতে পারে। রাজনীতির ল'ড়াইয়ে গ্রে'ফতারও হতে পারেন পা'কিস্তানের এই সাবেক ক্যাপ্টেন।

Back to top button