ইস'রায়েলি সে'নাদের গু'লিতে ৫ ফিলি'স্তিনি নি'হত
অধিকৃত পশ্চিমতীরে ইস'রায়েলি সে'নাদের গু'লিতে নি'হত ফিলি'স্তিনির সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরা’র।
খবরে বলা হয়েছে, ইস'রায়েলে কয়েকটি ভ'য়াবহ হা'মলার ঘটনার পর দেশটির সাম'রিক বাহিনী ফিলি'স্তিনের পশ্চিম তীরে ধারাবাহিক অ'ভিযান চালাচ্ছে।
ফিলি'স্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ২ জন ও বুধবার ৩ জন নি'হত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় ইস'রায়েলের সাম'রিক বাহিনী ১৪ বছর বয়সী বালকের মৃ'ত্যুর বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, ফিলি'স্তিনি বালক সৈন্যদের উদ্দেশে একটি পেট্রল বো'মা ছোড়ে। ফলে ‘তাৎক্ষণিক হু'মকি’ মোকাবিলা করতে তারা ব'ন্দুকের গু'লি ছুড়তে বাধ্য হয়।
ফিলি'স্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও দাবি করা হয়েছে, বুধবার রামাল্লাহর কাছাকাছি জায়গায় ইস'রায়েলি বাহিনী গ্রে'প্তার অ'ভিযান চালানোর সময় ২ পক্ষের মধ্যে সং'ঘর্ষ দেখা দেয়। সে সময় আরেকজন ফিলি'স্তিনি নি'হত হন।
তবে এ বিষয়ে ইস'রায়েলের সাম'রিক বাহিনী বা পু'লিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভিডিও ফুটেজে দেখা গেছে বেশ কিছু ফিলি'স্তিনি নাগরিক ইস'রায়েলি সাঁজোয়া যান লক্ষ্য করে পাথর ছুঁড়ে মা'রছেন। এ ছাড়া বিচ্ছিন্নভাবে কয়েকটি গু'লির শব্দও শোনা গেছে।
ইস'রায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট জানিয়েছে, ইস'রায়েলিদের বি'রুদ্ধে আক্রমণের পরিকল্পনাকারী ৩ ফিলি'স্তিনিকে অ'ভিযানের সময় গ্রে'প্তার করা হয়েছে।
সাম'রিক বাহিনী ও পু'লিশের দেওয়া বক্তব্যে জানা গেছে, বুধবারের অ'ভিযানে জ'ঙ্গি স'ন্দেহে মোট ২০ জনকে আ'ট'ক করা হয়েছে।
বুধবার হাসান মুহাম্মাদ আসসাফ (৩৪) নামে একজন ফিলি'স্তিনি আইনজীবীকে হ'ত্যার অ'ভিযোগ উঠেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আসসাফ দ্য প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) একটি বিভাগে কাজ করতেন।
এ বিভাগের কাজ ছিল ফিলি'স্তিনের ভূমিতে ইস'রায়েলের জনবসতি স্থাপনের ঘটনাগুলো নথিবদ্ধ করা এবং এর বি'রুদ্ধে লবিং করা।
মন্ত্রণালয় জানায়, সাম'রিক বাহিনী নাবলুস শহরে অবস্থানরত আসসাফের বুকে গু'লি করে তাকে হ'ত্যা করে।
গত ৩ সপ্তাহে ইস'রায়েলের মূল ভূখণ্ডে ৪টি ধারাবাহিক আক্রমণে ১৪ জন ইস'রায়েলি নাগরিক নি'হত হয়। এর মধ্যে রাজধানী তেল আবিবের একেবারে কেন্দ্রে একটি হা'মলার ঘটনাও অন্তর্ভুক্ত। মূলত এরপর থেকে পশ্চিম তীরে অ'ভিযানের সংখ্যা ও তীব্রতা বাড়িয়েছে ইস'রায়েলি বাহিনী।
প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের (পিএনআই) মহাসচিব মোস্তফা আল বারগুসি জানিয়েছেন, এই হ'ত্যাকা'ণ্ডের ঘটনা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে।
রামাল্লাহ থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বারগুসি আরও বলেন, ‘আমা'র মতে, এই সং'ঘর্ষগুলোর আরও বিস্তৃত আকারের একটি ইন্তিফাদার (ইস'রায়েলি দখলদারিত্বের বি'রুদ্ধে ফিলি'স্তিনি প্রতিরোধ আ'ন্দোলন) সূত্রপাত ঘটাতে পারে।’
বার্তাসংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২০ জন ফিলি'স্তিনি নাগরিক ইস'রায়েলি বাহিনীর হাতে নি'হত হয়েছেন।
গত বছরের মে মাসে আরও একবার ইস'রায়েল ও ফিলি'স্তিনের মধ্যে সহিং'সতা দেখা দিয়েছিল। সে সময় ধারাবাহিকভাবে ১১ দিন গাজা উপত্যকায় হা'মলা চালায় ইস'রায়েল।
ফলে ২৩২ জন ফিলি'স্তিনি মা'রা যান এবং ইতোমধ্যে দুর্দশাগ্রস্ত এ অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।