ইম'রান খানকে যে হু'মকি দিলেন ম'রিয়ম নওয়াজ
ক্ষমতাচ্যুত হওয়ার জন্য ইম'রান খান বরাবরই বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করে আসছেন। তিনি সরাসরি তার সরকারকে যু'ক্তরাষ্ট্র হু'মকি দিয়েছিল বলেও অ'ভিযোগ করেছেন। দেখিয়েছেন হু'মকির প্রমাণ স্বরূপ এক গো'পন চিঠি। তবে সেই চিঠিতে কী' লেখা আছে, আজ পর্যন্ত তা প্রকাশ্যে আনেননি ইম'রান বা তার দল তেহরিকই-ই-ইনসাফ পিটিআই।
তবে পা'কিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আই'এসপিআর) পরিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল বাবর ইফতিখারের বক্তব্যে আরও বিপাকে পড়েছেন ইম'রান। বাবর বলেছেন, গত মাসে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে ‘ষড়যন্ত্র’ শব্দটি ছিল না।
আই'এসপিআর ইম'রানে দাবি নাকচ করে দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মু'সলিম লিগ-নওয়াজের ভাইস প্রেসিডেন্ট ম'রিয়ম নওয়াজ ও পা'কিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো।
টুইটারে বিলাওয়াল লিখেছেন, ‘আই'এসপিআরের এই সংবাদ সম্মেলন যেন গণতন্ত্রের বিশুদ্ধ বাতাসে নিঃশ্বা'স। কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয় গণতন্ত্রকে সম'র্থন করা সব পা'কিস্তানিরই দায়িত্ব।’
ম'রিয়ম টুইটে বলেছেন, ‘নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে জাতীয় নিরাপত্তা নিয়ে খেলা করায় আপনাকে (ইম'রান খান) জবাবদিহিতার মুখোমুখি করার এখনই সময়।’
তিনি আরও লিখেছেন, ‘জবাবদিহিতার মুখোমুখি হন, আগের মতো পালাবেন না, কারণ এই জাতি আর আপনাকে সেই সময় দিতে চায় না।’
সূত্র: জিও নিউজ