ম'সজিদুল আকসায় একসঙ্গে জুমা'র নামাজ আদায় করল ৬০ হাজার মু'সল্লি

ইস'রায়েলের পু'লিশ বাহিনীর কঠোর উপস্থিতি উপেক্ষা করে পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার হিসেবে প্রায় ৬০,০০০ ফিলি'স্তিনি মু'সল্লি ম'সজিদুল আকসায়য় জুমা’র নামাজ আদায় করেছেন। এর আগে গত শুক্রবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত রমজানের প্রথম জুমা'র নামাজে প্রায় ৮০ হাজার মু'সল্লি অংশগ্রহণ করেন।তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, জুমা'র নামাজ ঘিরে জেরুজালেম শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করে ইস'রায়েল।

ফিলি'স্তিনের অধিকৃত জেরুজালেমের ইস'লামিক ওয়াকফ বিভাগের মহাপরিচালক শায়খ আজ্জাম আল খতিব জানান, জুমা'র নামাজে মু'সল্লিদের এ সংখ্যা অনেক মনে হলেও পবিত্র রমজান মাস হিসেবে তা খুবই কম।শহরের প্রবেশপথ, ম'সজিদের আশপাশ ও অলিগলিতে পু'লিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া গাজা ও পশ্চিম তীরের ৫০ বছরের কম বয়সী বাসিন্দাদের ম'সজিদে নামাজ পড়তে আসতে বাধা দেয় ইস'রায়েল কর্তৃপক্ষ। তাছাড়া ওইদিন (শুক্রবার) ভোরবেলা থেকেই ফিলি'স্তিনিদের সঙ্গে ম'সজিদ চত্বরে ইস'রায়েলি বাহিনীর সং'ঘর্ষ চলতে থাকে। এতে অন্তত ১৫৩ জন ফিলি'স্তিনি আ'হত হন।

ফিলি'স্তিনি বন্দী বিষয়ক কর্তৃপক্ষ জানায়, হা'মলা ও সং'ঘর্ষের ঘটনার পর চার শতাধিক ফিলি'স্তিনিকে আ'ট'ক করেছে ইস'রায়েলি পু'লিশ বাহিনী।জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল হাদমি এক বিবৃতিতে ইস'রায়েলি পু'লিশের ম'সজিদে হা'মলার নিন্দা জানান। তিনি বলেছেন, এসব প্রতিক্রিয়ার জন্য তারাই ‘সম্পূর্ণ দায়ী থাকবে। এদিকে ইস'রায়েলি পু'লিশ এক বিবৃতিতে সং'ঘর্ষে জ'ড়িতদের ‘সহিং'স দাঙ্গবাজ’ আখ্যায়িত করে জানায়, ‘এসব হা'মলার মূল লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনীর ক্ষতি করা। ’

Back to top button