পরমাণু হা'মলা চালাতে পারে রাশিয়া: জে'লেনস্কি

দীর্ঘ সময় থেকে ইউক্রেন রাশিয়ার যু'দ্ধ চলছে। গত ২৪ ফেব্রুয়ারির পর থেকেই রাশিয়ার হা'মলার প্রতিরোধে ল'ড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সে'নারা।ইতিমধ্যে এই যু'দ্ধকে কেন্দ্র করে তোলপাড় গোটা বিশ্ব। পুতিনের সমালোচনায় সব মহল। শুধু অন্য দেশের বাসিন্দারাই নন, রাশিয়ার বহু মানুষও প্রেসিডেন্টের পদক্ষেপের প্রতিবাদ করেছেন। এদিকে, আ'মেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অ'ভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।

এমন পরিস্থিতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জে'লেনস্কি মন্তব্য করেছেন, রাশিয়া ইউক্রেনে পরমাণু হা'মলা চালাতে পারে, এজন্য পৃথিবীর সব দেশের প্রস্তুত থাকা উচিত। শুক্রবার মা'র্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেন, ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়া কৌশলগত পারমাণবিক অ'স্ত্র ব্যবহার করতে পারে। সিএনএন এর সাক্ষাৎকারে জে'লেনস্কির কাছে সিআইএ পরিচালকের এক মন্তব্যের প্রসঙ্গ তুলে জানতে চাওয়া হয় এনিয়ে তিনি ভীত কিনা। জবাবে জে'লেনস্কি বলেন, ‘কেবল আমি নই-সারা পৃথিবীর, সব দেশের ভীত হওয়ার কারণ রয়েছে কারণ এটি সঠিক তথ্য নাও হতে পারে, কিন্তু এটা সত্যি হতে পারে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের ভীত না হওয়ার চিন্তা করা উচিত, ভীত হওয়া নয় কিন্তু প্রস্তুত থাকতে হবে। কিন্তু এটা কেবল ইউক্রেনের জন্য প্রশ্ন নয়, সারা পৃথিবীর জন্য, আমা'র মনে হয়।’

Back to top button