ক্ষমতাচ্যুতির জন্য যাকে দায়ী করলেন ইম'রান খান
পা'কিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পা'কিস্তান মু'সলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। এদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইম'রান খান তাকে ক্ষমতাচ্যুত করার জন্য পরোক্ষভাবে দেশটির সে'নাপ্রধান জেনারেল কামা'র জাভেদ বাজওয়াকেই দায়ী করেছেন। বুধবার রাতে টুইটারে এক লাইভ অনুষ্ঠানে ইম'রান খান এই দায় চাপান। খবর ডন, জিও টিভি’র।
ইম'রান খান বলেন, সে'নাবাহিনীর মধ্যে কিছু উপাদান আছে, যারা তাকে ক্ষমতাচ্যুত করেছেন। তিনি বলেন, একটা প্রতিষ্ঠানে এক বা দুই জন ব্যক্তি থাকেন, যারা ভুল করেন। কিন্তু সেজন্য পুরো প্রতিষ্ঠান দায়ী হতে পারে না। ইম'রান খান বলেন, যদি এক ব্যক্তি ভুল করে থাকেন, তাহলে এর মানে এই নয় যে, পুরো প্রতিষ্ঠানই ভুল করেছে।
তিনি আরও বলেন, ইম'রান খানের চেয়ে পা'কিস্তানকে সশস্ত্র বাহিনীকেই বেশি প্রয়োজন।
এদিকে, ইম'রান খানের সঙ্গে মা'র্কিন কংগ্রেসম্যান ইলহান ওম'রের বৈঠক নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সরকারপন্থিরা বলছেন, এক দিকে ইম'রান খান তাকে ক্ষমতাচ্যুতির জন্য যু'ক্তরাষ্ট্রকে দায়ী করছেন, আবার সেই দেশের কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠক করছেন।
অন্যদিকে, পা'কিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পুত্র এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ বলেছেন, পা'কিস্তানকে সামনের দিকে এগিয়ে যেতে দ্রুত নির্বাচনই প্রধান সমাধান। কিন্তু তার আগে নির্বাচনি সংস্কার দরকার।