এবার কোন দেশ থেকে কতজন হ'জে যেতে পারবেন, জানাল সৌদি আরব

এ বছর কোন দেশ থেকে কত জন পবিত্র হ'জ পালন করতে পারবেন, সেই সংখ্যা নির্ধারণ করে দিল সৌদির হ'জ ও ওম'রাহবিষয়ক মন্ত্রণালয়। শনিবার (২৩ এপ্রিল) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ওই প্রতিবেদনে বলা হয়, এ বছর সব থেকে বেশি মানুষ হ'জ করতে পারেবে ইন্দোনেশিয়া থেকে। দেশটি থেকে ১ লাখ ৫১ জনকে এবার হ'জ করার সুযোগ পাবে। দ্বিতীয় স্থানে পা'কিস্তান থেকে হ'জ করার সুযোগ পাবেন ৮১ হাজার ১৩২ জন। তৃতীয় অবস্থানে থাকা ভা'রত থেকে ৭৯ হাজার ২৩৭ জন হ'জ করার সুযোগ পাবেন। এদিকে চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে হ'জের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন হ'জযাত্রী।

আরব দেশগুলোর মধ্যে মিসর থেকে ৩৫ হাজার ৩৭৫ জন হ'জ করার সুযোগ পাবেন এবার। আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া থেকে সবচেয়ে বেশি ৪৩ হাজার ৮ জন এবার হ'জ করতে পারবেন। এ ছাড়া ই'রানের ৩৮ হাজার ৪৮১ ও তুরস্ক থেকে ৩৭ হাজার ৭৭০ জন হ'জের সুযোগ পাবেন। যু'ক্তরাষ্ট্র থেকে ৯ হাজার ৫০৪, রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮, চীন থেকে ৯ হাজার ১৯০ ও ইউক্রেন থেকে এবার ৯১ জনকে হ'জের সুযোগ দেবে সৌদি আরব। এবার আফ্রিকার দেশ অ্যাঙ্গো'লা থেকে সবচেয়ে কম মানুষ হ'জ করার সুযোগ পাবেন। দেশটি থেকে মাত্র ২৩ জনকে হ'জের অনুমতি দিয়েছে সৌদি আরবের হ'জ ও ওম'রাহবিষয়ক মন্ত্রণালয়।

Back to top button