ওম'রাহ পালনে সৌদিতে মু'সল্লিদের ঢল
এবছর পবিত্র রমজানের শুরু থেকে এখন পর্যন্ত পবিত্র ওম'রাহ হ'জ পালন করেছেন ৪০ লাখেরও বেশি মু'সলমান। এর মাঝে প্রতিদিন দুই লাখেরও বেশি মু'সলমান ওম'রাহ পালন করছেন।
করো'নার মহামা'রি কাটিয়ে উঠে আগের রূপে ফিরেছে পবিত্র নগরী ম'ক্কা। দুই বছরের বেশি সময় পর ওম'রাহ পালনের সুযোগ পাওয়ায় ম'ক্কায় ঢল নেমেছে লাখো মু'সলমানের। ম'সজিদুল হারামে যেন মু'সল্লিদের ব'ন্যা।
সৌদি আরব গ্র্যান্ড ম'সজিদের ক্রাউড ম্যানেজমেন্ট বিভাগ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজানের প্রথম দিন থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখেরও বেশি মু'সল্লির ওম'রাহ হ'জ পালন এবং নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেছে তারা।
ক্রাউড ম্যানেজমেন্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল ওসামা আল-হুজাইলি জানিয়েছেন, রমজানের শুরু থেকে এই পর্যন্ত প্রায় ৪২ লাখ মু'সলমান ওম'রাহ হ'জ পালনের জন্য ম'ক্কার গ্র্যান্ড ম'সজিদে প্রবেশ করেছেন।
তিনি আরও জানান, মু'সল্লিদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে, গ্র্যান্ড ম'সজিদে প্রবেশ করা সব মু'সল্লিকে সুরক্ষিত রাখতে এবং বয়স্ক ও প্রতিবন্ধকতাসম্পন্ন ব্যক্তিদের সাহায্য করতে সর্বদা কাজ করছে কর্তৃপক্ষ ।
ওম'রাহ পালনে মু'সল্লিদের চাপ বাড়ার ফলে নানা ধরণের ব্যবস্থা নিয়েছে সৌদি প্রশাসন। পবিত্র কাবা চত্বরের ভিড় এড়াতে ইতেমা'রনা ও তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে হয়। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ম'ক্কায় তাওয়াফ বা ম'দিনায় জিয়ারত করলেই প্রত্যেককে গুনতে হবে ১০ হাজার রিয়ালের জ'রিমানা। এছাড়া ম'দিনার ম'সজিদে নববীর রওজা জিয়ারতে পাঁচ বছরের নিচে কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়েছে।
করো'নায় দু বছর বন্ধ থাকার পর এবার ওম'রাহ পালনের সুযোগ পেয়ে সন্তুষ্ট বাংলাদেশিরাও। আগের সপ্তাহের চেয়ে এ সপ্তাহে আরও বেড়েছে মু'সল্লিদের ভিড়। ম'ক্কা ও ম'দিনায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওম'রাহ পালন করতে আসা মু'সল্লিদের ঢল নেমেছে।