এবার জম্মু-কা'শ্মীরের স্কুলে হিজাব নিষিদ্ধ
গত কয়েকমাস ধরেই হিজাব বিতর্কে উত্তাল ভা'রতের দক্ষিণাঞ্চলের রাজ্য কর্ণাট'ক। রাজ্যে শিক্ষার্থীদের হিজাব পরে শ্রেণিকক্ষে ঢুকতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমনকি আ'দালতও হিজাব না পরার পক্ষে রায় দেয়। এ নিয়ে কর্ণাট'কের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
কর্ণাট'কের পর এবার হিজাব ইস্যুতে উত্তপ্ত জম্মু-কা'শ্মীর। জম্মু-কা'শ্মীরের একটি স্কুলে শিক্ষিকাদের হিজাব না পরার বিষয়ে নির্দেশনা জারি করেছে। শিক্ষিকারা হিজাব পরে স্কুলে আসতে পারবে না বলে নির্দেশনা জারি করায় রাজনীতি মহলেও এ নিয়ে উত্তাল ছড়িয়ে পড়েছে।
জানা যায়, ‘ডাগর পরিবার’ নামের একটি স্কুল এই নির্দেশনা জারি করেছে। পুনের একটি এনজিও এবং ভা'রতীয় সে'নাবাহিনী বিশেষভাবে সক্ষম শি'শুদের জন্য এই স্কুলটি পরিচালনা করে। সেই স্কুল কর্তৃপক্ষই শিক্ষিকাদের উদ্দেশে এই নির্দেশনা জারি করেছে।
স্কুল কর্তৃপক্ষ বলছে, শি'শুদের মনের মধ্যে যেন ভ'য়ের সঞ্চার না হয়, তারা যাতে কোনো সংশয়ে না থাকে এবং অনেক বেশি নিরাপদ অনুভব করে এ কারণেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। স্কুলের মধ্যে হিজাব পরতে পারবে না বলে নির্দেশনায় বলা আছে। এই নির্দেশনার কড়া সমালোচনা করেছেন জম্মু-কা'শ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং উম'র আবদুল্লা।