শবে কদরে কানায় কানায় পূর্ণ কাবা শরিফ ও ম'সজিদে নববি
লাইলাতুল কদর বা শবে কদরের রাতকে মহান আল্লাহ তায়াল অনন্য ম'র্দাযা দিয়েছেন। আভিধানিক ভাবে লাইলাতুল কদর অর্থ সম্মানের রাত। সৌদি আরবে গত রাতে শবে কদর পালিত হয়েছে। পবিত্র এই রাতে সৌদির কাবা শরিফ ও ম'সজিদে নববিতে লাখ লাখ মু'সল্লি জড়ো হয়েছিলেন। মু'সল্লিদের দ্বারা কানায় কানায় পূর্ণ ছিল ম'সজিদ দুটি।
রমজানের শেষ দশ দিনের বিজোড় রাতগুলোর যেকোনো এক রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকলেও ২৭ রমজান অর্থাৎ ২৬ রমজানের দিবাগত রাতকেই লাইলাতুল কদরের রাত হিসেবে বিবেচনা করেন অধিকাংশ মু'সলিম পণ্ডিত।
লাইলাতুল কদরে পবিত্র গ্রন্থ কোরআন মজিদ নাজিল হয়েছে। এই রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। শবে কদরের রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আম'রা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি।
এই রাতে সবচেয়ে পবিত্র স্থান ম'ক্কার কাবা শরিফ ও ম'দিনার ম'সজিদে নববিতে মু'সল্লিদের ভিড় ছিল অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। মহামা'রি করো'নার কারণে দুই বছর মু'সলমান হ'জ-ওম'রাহ পালন করতে পারেনি। তবে এবার করো'নার প্রাদুর্ভাব কমে যাওয়ায় হ'জ-ওম'রাহ পালন করতে পারবেন মু'সল্লিরা।
সৌদি আরবের দুটি পবিত্র ম'সজিদের জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, তারা উন্নত প্রক্রিয়া ও প্রোগ্রাম ব্যবহার করে এই দুই ম'সজিদে আগত মু'সল্লিদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন। এজন্য ভলান্টিয়ার যেমন বাড়ানো হয়েছে, তেমনি সাহায্য নেওয়া হয়েছে রোবটসহ নানা প্রযু'ক্তির। এর ফলে মু'সল্লিরা প্রশান্তিভরা অন্তরে ইবাদত-বন্দেগি, জিকির-আজকারে লিপ্ত থাকতে পারছেন।