রমজানের শেষ জুমায় আল আকসায় ফের সং'ঘর্ষ , আ'হত ৪২

ইস'রায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা ম'সজিদে মু'সলিম ধ'র্মাবলম্বীদের পবিত্র মাস রমজানের শেষ জুমা'র নামাজ চলার সময় চত্বরে আবার পু'লিশের ফিলি'স্তিনিদের সঙ্গে সং'ঘর্ষ হয়েছে । এতে অন্তত আ'হত হয়েছেন ৪২ জন ফিলি'স্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদেন খবর জানিয়েছে।

ইস'রায়েলের আইনশৃঙ্খলাবাহিনী কর্মক'র্তারা জানিয়েছেন, শুক্রবারের জুমা'র নামাজ শুরুর বেশ কিছুক্ষণ আগে থেকেই আল আকসা চত্বরে জড়ো হতে থাকেন মু'সল্লিরা। এ সময় অনেকটা আকস্মিকভাবেই সেই জনসমাগম থেকে কয়েকজন ইস'রায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি শান্ত করতে চত্বরে পু'লিশ ঢুকলে উত্তে'জনা আরও বাড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে পাথর ও পট'কা ছোড়া শুরু করেন বি'ক্ষোভকারীরা। এ সময় তারা আল আকসা ম'সজিদের নিকটবর্তী ইহুদিদের পবিত্র তীর্থস্থান ওয়েস্টার্ন ওয়ালের দিকেও পাথর-পট'কা ছুড়তে থাকেন তারা।

বি'ক্ষোভকারীদের হটাতে টিয়ারগ্যাস, লা'ঠি ও রবার বুলেট ব্যবহার করে পু'লিশ। এতে আ'হত ৪২ জনের মধ্যে ২২ জনকে হাসপাতা'লে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফিলি'স্তিন রেড ক্রিসেন্ট শাখা। আ'হতদের বেশিরভাগই দেহের উর্ধ্বাংশে আ'ঘাত পেয়েছেন বলে জানা গেছে।

বি'ক্ষোভে উস্কানি দেওয়ারে অ'ভিযোগে ঘটনাস্থল থেকে ৩ জনকে আ'ট'ক করেছে ইস'রায়েলের আইনশৃঙ্খলা বাহিনী। কর্মক'র্তারা জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে এবং তারপর আল আকসা চত্বরে জুমা'র নামাজও অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, গত দু’সপ্তাহে আল আকসা ম'সজিদ চত্বরে ইস'রায়েলি পু'লিশ সদস্যদের সঙ্গে কয়েক দফা সং'ঘর্ষ হয়েছে ফিলি'স্তিনিদের। এতে আ'হত হয়েছেন প্রায় ৩০০ ফিলি'স্তিনি।

Back to top button