চীনে স্থগিত করা হয়েছে এশিয়ান গেমস

চলতি বছরের আগামী সেপ্টেম্বরে চীনের হুয়াংঝু শহরে হতে যাওয়া এশিয়ান গেমস ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। করো'না সংক্রমণ বেড়ে যাওয়ায় একাধিক শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান অলিম্পিক কমিটির সঙ্গে বসেই চীন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে, স্থগিত ঘোষণার সময় কোনো কারণ ব্যাখ্যা করেনি চীনা কর্তৃপক্ষ।

এশিয়ান গেমসে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এ ম'র্মে ঘোষণা করছে যে, ১৯তম এশিয়ান গেমস, যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হাংজুতে, ১০ থেকে ২৫ সেপ্টেম্বর- ২০২২, স্থগিত করা হলো।’

এদিকে বিবৃতিতে নতুন তারিখ ঘোষণা স'ম্পর্কেও স্পষ্ট কিছু বলা হয়নি। সেখানে লেখা হয়েছে শুধু, ‘পরবর্তীতে ঘোষণা করা হবে’।

Back to top button