সৌদিতে সড়ক দুর্ঘ'টনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার ম'র্মা'ন্তিক মৃ'ত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘ'টনায় কবির হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃ'ত্যু হয়েছে।নি'হত কবির হোসেন ময়মনসিংহ জে'লার গফরগাঁও থা'নার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের মো:ওয়ায়েজ উদ্দিনের সন্তান।
জানা যায়, কবির হোসেন পবিত্র ম'দিনা শহরের একটি কোম্পানীর গাড়ি চালাতেন। গত শনিবার (১৭ নভেম্বর) সৌদিআরব সময় বিকেলের দিকে পবিত্র ম'দিনা শহরের অন্তরগত ইয়ানবু শহরে এই ম'র্মা'ন্তিক দুর্ঘ'টনাটি ঘটে।
তথ্যে জানা যায়, কবির হোসেন তার নিজের গাড়ি রাস্তার পাশে দাড় করে বসে ছিলেন। এসময় পিছন দিক থেকে একটি দ্রুত গতির গাড়ি এসে তাকে স্বজড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মা'রা যায়।
কবির হোসেন দীর্ঘ ১৫ বছর যাবত সৌদি আরবে কর্ম'রত ছিলেন। তিন বছর আগে বাংলাদেশ এসে বিয়ে করে আবারও সৌদিতে ফিরে যান। এরপর আনুমানিক দেড় বছর আগে বাড়িতে এসে আবারও সৌদিতে চলে যান। কিছুদিনের দিনের মাঝে আবারও বাংলাদেশ আসার কথা ছিল বলেও জানা যায়।
এদিকে নি'হত কবির হোসেনের মৃ'ত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নি'হত কবির হোসেনের ম'রদেহ স্থানীয় হাসপাতা'লের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।