তুরস্কে ধ্বংসস্তূপ থেকে ১২০ ঘণ্টা পর ৩ ভাইকে উ'দ্ধার
প্রায় ১২০ ঘণ্টা পর ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া পাঁচতলা ভবনের নিচ থেকে তিন ভাইকে উ'দ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটির বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি শুক্রবার জানিয়েছে, ভূমিকম্পের ১২০ ঘণ্টা পর একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসাবশেষ থেকে তিন ভাইকে উ'দ্ধার করা হয়েছে।
টিআরটি-এর মতে, উ'দ্ধারকারী একটি দল হাতায়ে প্রদেশের প্রধান শহর আন্তাকিয়ায় ৯ ঘণ্টা ধরে উ'দ্ধারকাজ চালাচ্ছিল। সেখানকার একটি দ্বিতীয় তলায় খনন করে তারা। দলটি ১১৭তম ঘন্টায় প্রথম ভাইকে এবং ১১৯তম ঘন্টায় দ্বিতীয় ভাইকে উ'দ্ধার করে। টিআরটি নেটওয়ার্ক তৃতীয় ভাইকে উ'দ্ধার করার ফুটেজ দেখিয়েছে। তাকে একটি থার্মাল কভা'রে করে চিকিৎসার জন্য হাসপাতা'লে পাঠানো হয়েছে।
এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃ'তের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭২৬ জন ছাড়িয়েছে। সিএনএন দুই দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানিয়েছে। এর মধ্যে তুরস্কে নি'হতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২১৩ জনে। দেশটিতে আ'হত হয়েছে ৮০ হাজার ৫২ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোসা এ তথ্য জানান। তুরস্কে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ধ্বংসস্তূপের নিচে আ'ট'কে পড়াদের উ'দ্ধারে উ'দ্ধারকর্মীরা প্রা'ণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।
এদিকে সিরিয়ায় মৃ'ত্যুর সংখ্যা কমপক্ষে তিন হাজার ৫০০ জন। সিরিয়াজুড়ে আ'হতের সংখ্যা পাঁচ হাজার ২৪৫ জন বলে জানা গেছে। গত সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আ'ঘাত হানে। এরপর কমপক্ষে শতাধিকবার আফটার শক অনুভূত হয়, যার একটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার। সূত্র – সিএনএন