ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর তিনজনকে জীবিত উ'দ্ধার
তুরস্কে গত সপ্তাহের বিধ্বংসী ভূমিকম্পের দীর্ঘ ১৯৮ ঘণ্টা পার হবার পর একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মোহাম্ম'দ ক্যাফার নামে ১৮ বছর বয়সী তরুণসহ তিনজনকে জীবিত উ'দ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিএনএন তুর্কের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভ'য়াবহ এই ভুমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৩৭ হাজারের বেশি মানুষ নি'হত হয়েছে। তবে, সরকারি হিসাবে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তুরস্কের আদিমান প্রদেশে ভবনের ধ্বংসস্তূপ থেকে ক্যাফারকে জীবিত উ'দ্ধারের পর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলছেন উ'দ্ধারকর্মীরা। এ সময় ক্যাফারকে হাতের আঙ্গুল নাড়াতে দেখা যায়।
এর ঠিক কিছুক্ষণ পূর্বে পার্শ্ববর্তী কাহরামানমা'রাস প্রদেশের একটি আবাসিক ভবনের ধ্বংসাবশেষ থেকে দুই ভাইকে জীবিত বের করে আনেন উ'দ্ধারকর্মীরা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, তারা হলেন ১৭ বছর বয়সী মুহাম্ম'দ এনেস ইয়েনিনার এবং তার ভাই ২১ বছর বয়সী বাকী' ইয়েনিনার। উ'দ্ধারের পর দুজনকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতা'লে নিয়ে যাওয়া হয়। সূত্র : রয়টার্স