ব্রেন টিউমা'র হয়েছে কিনা বুঝার উপায়

শরীরের যে কোনো টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধিই হলো টিউমা'র। তবে এই অস্বাভাবিক বৃদ্ধি যদি মস্তিষ্কে ঘটে তবে তাকে বলা হয় ব্রেইন টিউমা'র। বিষয়টি নিয়ে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল সময় নিউজে কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. ধীমান চৌধুরী এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা'লের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শফিকুল ইস'লাম।

অন্যান্য টিউমা'রের মতো ব্রেইন টিউমা'রও দুই ধরণের। একটি বিনাইন, অ'পেক্ষাকৃত ভালো এবং অন্যটি মেলিগন্যান্ট, খা'রাপ প্রকৃতির।

ব্রেনের ভেতরে যখন কোন টিউমা'র বাড়তে থাকে তখন মা'থাব্যথা শুরু হয়। সেই ব্যথার মাত্রা আরও বেশি হলে তখন বমি শুরু হয়। এরপর আস্তে আস্তে দূরের জিনিস ঝাপসা দেখা শুরু হয়। যেটা পরবর্তীতে অন্ধত্বে রূপ নিতে পারে বলে জানান ডা. ধীমান চৌধুরী। যেটার পরবর্তীতে কোন চিকিৎসা হয় না বলেও জানান এই চিকিৎসক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, বিশ্বে প্রতিবছর ব্রেইন টিউমা'রে আ'ক্রান্ত হোন প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ। সঠিক পরিসংখ্যান না থাকলেও বাংলাদেশে এই সংখ্যা বছরে প্রায় ৬ হাজার। তবে চিন্তার বিষয় হলো, এই ব্যধির বেশিভাগ উপসর্গ সাধারণ মা'থাব্যথা কিংবা মাইগ্রেনের ব্যথা হিসেবে রয়ে যায় অবহেলিত।

যদিও শুধু মা'থা ব্যথা থাকলে, বা দীর্ঘ সময় ধরে সেটা বহাল থাকলে আতঙ্কিত হওয়ার কারণ নেই লে জানান ডা. মো. শফিকুল ইস'লাম। বলেন, ব্রেন টিউমা'র হতে হলে অন্যান্য যে উপসর্গগুলো আছে সেগুলোও থাকতে হবে। এছাড়া, ব্রেনে টিউমা'র হলে ব্রেনে চাপ পড়বে, যেটি সচরাচর বুঝতে পারা যায়।

এই চিকিৎসকের মতে, ব্রেন টিউমা'রের কোনো বয়স নেই। কিছু কিছু ধরণ আছে যেগুলো শি'শুদের বেশি হয়, আবার কিছু আছে বয়স্কদের বেশি হয়।

আবার কিছু ক্ষেত্রে রোগ নির্ণয়ের পর চিকিৎসা শুরু করতেও অনেকটা সময় কে'টে যায়। এক্ষেত্রে দেখা যায়, অধিকাংশই অস্বচ্ছল রোগী। তাই সরকারি হাসপাতা'লে রোগীর চাপের সাথে সমন্বয় করে সুবিধা বাড়ানোর দাবি চিকিৎসকদের।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রেইন টিউমা'রের চিকিৎসা নির্ভর করে টিউমা'রের আকার, অবস্থান এবং ধরনের ওপর। আর তাই টিউমা'র ধ'রা পড়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরাম'র্শ মেনে চিকিৎসা নেওয়ার বিকল্প নেই।

পাশাপাশি, ব্রেইন টিউমা'রের সুনির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও রোগটি স'ম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো গেলে ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। সূত্র : সময় নিউজ।

Back to top button