৩০ দিনের মধ্যে এইচএসসির ফল, সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

আজ থেকে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা । এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একইসঙ্গে ফল প্রকাশের সঙ্গে সংশ্লিষ্টদের তৎপর ভূমিকা রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হল পরিদর্শনে গিয়ে সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ক’রোনা মহামা'রির কারণে বাধ্য হয়েই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। যে সময়টুকু পাওয়া গেছে তার মধ্যেই পাঠ্যক্রম শেষ করার চেষ্টা করা হয়েছে। এখন পরীক্ষা চলছে। ৩০ দিনের মধ্যে এই পরীক্ষার ফলও প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁ'সের কোনো সুযোগ নেই। কেউ গুজব ছড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওমিক্রন নিয়ে চলমান বৈশ্বিক হু'মকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, যদি পরিস্থিতি খা'রাপ হয় ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে। সবার ওপরে সন্তানদের সুরক্ষা। তাদের সুন্দর ভবিষ্যতের জন্য সবকিছু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের চেয়ারম্যান সৈয়দ গো'লাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

এদিকে, আজ সকাল ১০ টা থেকে সারাদেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ক’রো’না পরিস্থিতিতে এবার দেড় ঘণ্টা পরীক্ষা হচ্ছে।

ক’রো’না মহা’মা'রির কারণে নির্ধারিত সময়ের প্রায় আট মাস পর শুরু হলো এই পরীক্ষা। এইচএসসিতে ৫টি এবং আলিমে একটি বিষয়ের মাধ্যমে আজ শিক্ষার্থীরা এই পরীক্ষায় বসেছে। ক’রোনা পরিস্থিতির কারণে গত বছর পরীক্ষাটি হয়নি। শিক্ষার্থীদের দেওয়া হয়েছিল ‘অটোপাশ’।

এবার পরীক্ষার সময় তিন ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টা। অটিস্টিক ও প্রতিব'ন্ধী পরীক্ষার্থীরা অ'তিরিক্ত ১৫ মিনিট সময় বেশি পাচ্ছে।

সাধারণত প্রতি বছর এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই হিসেবে আট মাস পর পরীক্ষা শুরু হলো। অন্যান্য বছর পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল দেওয়া হলেও এবার এক মাস পর দেওয়া হবে বলে জানা গেছে।

মহামা'রি পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে ইতোমধ্যে টিকা দেওয়া হয়েছে। এর পরও স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষা উপলক্ষ্যে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এবারের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার ৬৩০ জন অংশ নিচ্ছে।

তাদের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে অংশ নিচ্ছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ এবং ছা'ত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এর মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ ও ছা'ত্রী ৫১ হাজার ৪০৬ জন।

এ ছাড়া এইচএসসি (বিএম/ ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৪৮ হাজার ৪৬৯ জন। এতে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ ও ছা'ত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

Back to top button