সাগর উত্তাল : সেন্টমা'র্টিনে আ'ট'কা পড়েছে হাজারো পর্যট'ক
ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ কারণে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমা'র্টিন নৌপথে পর্যট'কবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ অবস্থায় সেখানে বেড়াতে যাওয়া প্রায় ৯ শতাধিক পর্যট'ক সেন্টমা'র্টিন দ্বীপে আ'ট'কা পড়েছেন। ৫ ও ৬ ডিসেম্বর এই নৌপথে পর্যট'কবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। এমন ঘোষণায় সে আ'ট'কা পড়া পর্যট'করা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে রবিবার আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার থেকে পুনরায় জাহাজ চলাচল করবে বলে জানা গেছে।
শনিবার বিকালে টেকনাফ উপজে'লা নির্বাহী কর্মক'র্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। ইউএনও বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তিশালী হয়ে উপকূলের দিকে অগ্রসর হওয়ায় ৫ ডিসেম্বর (রবিবার) সকাল থেকে ৬ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত টেকনাফ-সেন্টমা'র্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পরদিন জাহাজ চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করবে।
তবে দ্বীপে বেড়াতে যাওয়া পর্যট'কবাহী জাহাজগুলো পুনরায় সেন্টমা'র্টিন থেকে টেকনাফে ফিরছে। যেসব পর্যট'ক টিকিট ক্রয় করেছিলেন, তাদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বেড়াতে আসা দ্বীপে রাত্রী যাপনকারী পর্যট'করা যাতে হয়'রানির শিকার না হয়, সে ব্যাপারেও আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, কক্সবাজারসহ দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নং সতর্কতা সংকেতের প্রভাবে দুর্ঘ'টনা এড়াতে এই নৌপথে পর্যট'কবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।
এর মধ্যে প্রায় এক হাজারের মতো পর্যট'ক ফিরে এলেও বাকিরা আ'ট'কে গেছেন। যদিও এর আগের কয়েকদিনে যাওয়া আরও শতাধিক পযর্ট'ক দ্বীপে অবস্থান করছেন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে গ্রিনলাইন জাহাজটি ঘাটে পৌঁছে। বাকি জাহাজগুলো সন্ধ্যা ৬টায় ঘাটে পৌঁছায়।
সেন্টমা'র্টিন ইউপি চেয়ারম্যান নুর আহম'দ বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সমুদ্র উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ করেছে প্রশাসন। তবে ২নং সতর্ক সংকেত জারি থাকলে জাহাজ চলাচল করবে বলে মোবাইল ফোনে নিশ্চিত করেন প্রশাসন। দ্বীপে এক হাজারের বেশি পর্যট'ক অবস্থান করছেন। তারা ভালো আছেন। তাদের খোঁজ-খবর রাখা হচ্ছে।
জানতে চাইলে পর্যট'কবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদের টেকনাফের ইনচার্জ শাহ আলম বলেন, জাওয়াদের কারণে সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমা'র্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার চলাচল শুরু হবে।
জানা যায়, জাওয়াদ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে দ্রুত নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদিন আবহাওয়ার মধ্যে বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে প্রশাসন ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ইতিমধ্যে উপকূলীয় এলাকা গুলোতে বিভিন্ন ধরনের সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।