আমি গেলাম সহানুভূতি দেখাতে, অ'পমান করে ফেরত দিয়েছে আমাকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিন বলেছেন, খালেদা জিয়ার ছে'লে কোকো মা'রা গেলো, আমি গেলাম সহানুভূতি দেখাতে। কিন্তু আমাকে বাসায় ঢুকতে দিল না। অ'পমান করে ফেরত দিয়েছে আমাকে।

আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যু'ক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি হঠাৎ করে যাইনি। আমা'র এখান থেকে আমা'র মিলিটারি সেক্রেটারি যোগাযোগ করেছে। এডিসি যোগাযোগ করেছে। সময় নির্দিষ্ট করা হয়েছে। আমি সময় মতো গেছি। আমা'র এখান থেকে এসএসএফ গেছে, সেখানে তারা দেখেছে কোথায় যাব। আমি যখন রওনা হয়ে গেছি, গুলশান রোডে ঢুকছি তখন শুনলাম ওই বাড়ির মেইন গেট খুলবে না, আমা'র গাড়ি ঢুকতে দেবে না। তা আমি বললাম- এতদূর যখন চলে আসছি ফিরে আসব কেন? পাশে নিশ্চয়ই পকেট গেট আছে, সেখান দিয়ে যাব।

‘যখনই আমা'র গাড়িটা বাড়ির সামনে থেমেছে আমা'র যে এসএসএফ অফিসারটা ভেতরে ছিল, সে আমাকে ভেতরে নিতে জাস্ট বাইরে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে তালা দিয়ে দেয় তারা। আমি গাড়ি থেকে নেমে বেকুব হয়ে গেলাম, আমি আর ঢুকতে পারি না। আমি গেছি একটা সন্তানহারা মাকে সহানুভূতি দেখাতে। আর সেখানে এইভাবে অ'পমান করে ফেরত দিয়েছে আমাকে।’

Back to top button