নূরসহ ৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে
পু'লিশের কাজে বাধার অ'ভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরসহ সাত জনকে ছেড়ে দিয়েছে পু'লিশ।
আজ সোমবার রাতে ডিবি পু'লিশের যুগ্ম কমিশনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ভিপি নুরসহ সাতজনকে পু'লিশ ছেড়ে দিয়েছে।’
রমনা ডিভিশন পু'লিশের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘তারা মৎস্য ভবনের সামনের রাস্তা অবরোধ করে এবং পু'লিশের কাজে বাধা দেয়। এ কারণে, নুরসহ বাকিদের আ'ট'ক করা হয়।’
রাত পৌনে ৯টার দিকে নুরুল হক নূরসহ সাত জনকে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে আ'ট'ক করে পু'লিশ।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরসহ ছয় জনের বি'রুদ্ধে একটি ধ'র্ষণ মা'মলা করা হয়। রাজধানীর লালবাগ থা'নায় ঢাকা বিশ্ববিদ্যালয়েরই এক ছা'ত্রী মা'মলা'টি দায়ের করেন।
মা'মলার বিষয়টি লালবাগ থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন মা'মলার নিশ্চিত করলেও এ সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য জানাননি।
উল্লেখ্য, নুর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২৮ বছর বাদে ২০১৯ সালে ডাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন।