সব দিক দিয়ে এখন পা'কিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘স্বাধীনতার পর পা'কিস্তান খুশি হয়েছিল আমাদের যু'দ্ধবি'ধ্বস্ত দেশের অবস্থা দেখে। কিন্তু আজ স্বাধীনতার ৫০বছর পর আম'রা সব দিক দিয়ে পা'কিস্তানের থেকে এগিয়ে রয়েছি।’

আজ (১৩ ডিসেম্বর) সাভা'রের আশুলিয়ার বাইপাইলে বিএনসিসি’র প্রশিক্ষণ একাডেমী’র কালচারাল শেডে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘ফ্রেন্ডস ফিয়েসটা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অ'তিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অ'তিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইস'লাম খান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। আজ আম'রা সব দিক থেকেই স্বয়ংসম্পূর্ণ। এসব কিছু ম্যাজিক নয়। ম্যাজিক্যাল লীডারশীপের ফল। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের ফল। আজ দেশ ঘুরে দাঁড়িয়েছে তারই নেতৃত্বের দক্ষতায়।

তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের দেশ। নানা দুর্যোগে বিএনসিসির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করো'নার সময়ও তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়। আজকের ক্যাডেটরাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। বিএনসিসি’র প্রশিক্ষণ থেকে নিজেকে গড়ার শক্তি পাওয়া যায়।

এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভা'রত ও মালদ্বীপের সাথে আমাদের সংস্কৃতি বিনিময়ের সুযোগ তৈরী হলো বলেও জানান তিনি।

মালদ্বীপ ও ভা'রতের ২৪ জন ক্যাডেট ও ৩ জন কর্মক'র্তাসহ বিএনসিসি’র রমনা রেজিমেন্টের ক্যাডেট ও অনন্যা কর্মক'র্তারাও এসময় উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠান দেখতে ২৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ভা'রত ও মালদ্বীপের ২৭ জন ক্যাডেট ও কর্মক'র্তা। এসময়ে তারা দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।-বাসস

Back to top button