ঢাবি শিক্ষার্থীর মৃ'ত্যু: স্বামীসহ ৩ জনের বি'রুদ্ধে মা'মলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃ'ত্যুর ঘটনায় বনানী থা'নায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির বি'রুদ্ধে হ'ত্যা মা'মলা দায়ের করা হয়েছে। নি'হতের বাবা সাইফুল ইস'লাম চৌধুরী বাদী হয়ে মা'মলা'টি করেন। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বনানী থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) নুরে আজম মিয়া গণমাধ্যমকে মা'মলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেঘলার বাবা গতকাল রাতে বাদী হয়ে হ'ত্যা মা'মলা'টি করেন। মা'মলায় তিনজনকে আ'সামি করা হয়েছে। আ'সামিরা হলেন- ইলমা'র স্বামী ইফতেখার আবেদীন, ইলমা'র শ্বশুর ও শাশুড়ি। এ মা'মলায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আ'ট'ক হওয়া মেঘলার স্বামী ইফতেখার আবেদীনকে ইতোমধ্যে গ্রে'ফতার দেখানো হয়েছে। এছাড়া বাকি দুই আ'সামিকে গ্রে'ফতারের চেষ্টা চলছে।

এর আগে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বনানীতে স্বামীর বাসায় মেঘলার মৃ'ত্যু হয়। তবে ইলমা'র স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের দাবি তিনি আত্মহ'ত্যা করেছেন। ইলমা'র পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে তাকে গুলশান ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন। এরপর ময়নাত'দন্তের জন্য ম'রদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ইলমা'র মা সিমথি চৌধুরী বলেন, আমা'র মে'য়ে আত্মহ'ত্যা করতে পারে না। তাকে হ'ত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। পরিবারের অ'ভিযোগের ভিত্তিতে ইলমা'র স্বামী ইফতেখার আবেদীনকে গতকাল সন্ধ্যায় আ'ট'ক করে বনানী থা'না পু'লিশ। পু'লিশ বলছে, ইলমা'র ম'রদেহে আ'ঘাতের চিহ্ন রয়েছে। পরে সুরতহাল শেষে গতকালই ভিকটিমের ম'রদেহ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতা'লে পাঠানো হয় ময়নাত'দন্তের জন্য।

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় নুরে আজম মিয়া বলেন, আজ দুপুরের দিকে ইফতেখার আবেদীন তার স্ত্রী' ইলমাকে মৃ'ত অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতা'লে নিয়ে যায়। পরে ইলমা'র পরিবারের পক্ষ থেকে তাকে হ'ত্যা করা হয়েছে বলে আমাদের কাছে অ'ভিযোগ করে। মৌখিক অ'ভিযোগের ভিত্তিতে আম'রা তার স্বামীকে আ'ট'ক করি। ইলমা'র পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে তাকে গুলশান ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন। এরপর ময়নাত'দন্তের জন্য ম'রদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ইলমা'র মা সিমথি চৌধুরী বলেন, আমা'র মে'য়ে আত্মহ'ত্যা করতে পারে না। তাকে হ'ত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। পরিবারের অ'ভিযোগের ভিত্তিতে ইলমা'র স্বামী ইফতেখার আবেদীনকে গতকাল সন্ধ্যায় আ'ট'ক করে বনানী থা'না পু'লিশ। পু'লিশ বলছে, ইলমা'র ম'রদেহে আ'ঘাতের চিহ্ন রয়েছে। পরে সুরতহাল শেষে গতকালই ভিকটিমের ম'রদেহ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতা'লে পাঠানো হয় ময়নাত'দন্তের জন্য। এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় নুরে আজম মিয়া বলেন, আজ দুপুরের দিকে ইফতেখার আবেদীন তার স্ত্রী' ইলমাকে মৃ'ত অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতা'লে নিয়ে যায়। পরে ইলমা'র পরিবারের পক্ষ থেকে তাকে হ'ত্যা করা হয়েছে বলে আমাদের কাছে অ'ভিযোগ করে। মৌখিক অ'ভিযোগের ভিত্তিতে আম'রা তার স্বামীকে আ'ট'ক করি।

Back to top button