বাংলাদেশের দিকে তাকিয়ে পা'কিস্তানিরা এখন দীর্ঘশ্বা'স ফেলে: তথ্যমন্ত্রী

বাংলাদেশ সব সূচকে পা'কিস্তানকে অ'তিক্রম করেছে। বাংলাদেশের দিকে তাকিয়ে এখন পা'কিস্তানের মানুষ দীর্ঘশ্বা'স ফেলে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আম'রা দৃঢ়ভাবে বিশ্বা'স করি, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সব অ'পশক্তিকে পদদলিত করে, সব প্রতিবন্ধকতা দূরে ঠেলে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাতে পারব।

ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার ৫০ বছর পর বঙ্গবন্ধুর দেশ রচনা এবং তার কন্যা শেখ হাসিনার দেশ পরিচালনা স্বার্থক হয়েছে। কিন্তু আজকে স্বাধীনতার এতো বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই অ'পশক্তি এবং তাদের দোসররা এখনও সক্রিয় আছে।

Back to top button