গাজীপুরে ঝুট গুদামের আ'গুন নিয়ন্ত্রণে

প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় গাজীপুরে ঝুটের গোডাউনের আ'গুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় আ'গুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেলে গাজীপুরের কোনাবাড়ি দেওলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে অ'গ্নিকা'ণ্ডের ঘটনা ঘটে।

এদিকে, আ'গুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এর আগে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া নিশ্চিত করে জানান, অ'গ্নিকা'ণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি জানান, বিকেলে দেওলিয়াবাড়ি এলাকার স্থানীয় একটি ঝুটের গোডাউনে আ'গুনের সূত্রপাত হয়। পরে আ'গুন আশেপাশের গুদাম ও একটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আ'গুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুর মিনি ডিবিএল ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আ'গুন নেভানোর কাজে যোগ দেয়।

আব্দুল হামিদ মিয়া জানান, আ'গুনে ৮টি গুদামের বিপুল পরিমাণ ঝুট মালামাল ও ঢেউটিন পুড়ে গেছে। তবে আ'গুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Back to top button