ভাড়া কমলো বিআরটিসি বাসের

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবহনকারী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) দ্বি-তলা বিশিষ্ট বাসের ভাড়া আরও ৩ টাকা কমিয়ে ৩৫ টাকা করা হয়েছে।

স্বাধীনতার সবর্নজয়ন্তী ও বিজয়ের মাস উপলক্ষে রোববার (১৯ ডিসেম্বর) থেকে মহান এই নতুন ভাড়া আদায় করছে বিআরটিসি।

চলতি ডিসেম্বর মাস পর্যন্ত এই নতুন ভাড়া কার্যকর হবে। এর আগে গত ১৬ নভেম্বর ভাড়া ২ টাকা কমিয়ে ৩৮ টাকা করা হয়েছিল।
জানা গেছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা করে আদায় করছিল, যা নিয়ে যাত্রী সাধারণের মাঝে ক্ষোভ দেখা গিয়েছিল। এ বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে ১৬ নভেম্বর সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রী বহনকারী বিআরটিসি ৪০ টাকা থেকে ২ টাকা কমিয়ে টিকিটপ্রতি ৩৮ করে আদায় করা হয়।

বিআরটিসি নারায়ণগঞ্জ বাস ডিপোর ম্যানেজার মো. শাহরিয়ার বুলবুল বলেন, ভাড়া ৪০ টাকা ছিল। সেখান থেকে ২ টাকা কমিটি ৩৮ টাকা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই এটা কার্যকর করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনায় ও সাধারণ যাত্রীদের কথা চিন্তা করেই ভাড়া কমিয়ে আনা হয়েছে।

তিনি আরও বলেন, আসলে সরকার নির্ধারিত ভাড়া ছিল ৪৪ টাকা ৪৬ পয়সা। আম'রা তো লাভের চিন্তা করি না। মোটামুটি খরচ উঠে আসলেই এর মধ্যেই থাকার চেষ্টা করি। জটিল কোনো পরিস্থিতি না হলে ভাড়া বাড়বে না।

এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন, উৎসব, হিমাচলসহ অন্যান্য পরিবহনের বাসগুলোও টিকিটপ্রতি ৫০ টাকার পরিবর্তে ৫ টাকা কমিয়ে ৪৫ টাকা আদায় করছেন। জ্বালানি তেলে দাম বৃদ্ধির আগের তাদের ভাড়া ছিল ৩৬ টাকা।

Back to top button