মালয়েশিয়ায় কর্মী নিয়োগ যখন শুরু হতে পারে

বাংলাদেশ থেকে সব সেক্টরে কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা স্মা'রক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইম'রান আহম'দ এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।

গতকাল রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্থানীয় সময় বেলা ১১টায় এ সমঝোতা স্মা'রক স্বাক্ষরিত হয়। চুক্তি অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশের হাইকমিশনার মো: গো'লাম সারোয়ার এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল দাতু মুহাম্ম'দ খাইর আজমান বিন মোহামেদ আনুয়ার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো: শহীদুল আলমসহ উভ'য় দেশের ঊর্ধ্বতন কর্মক'র্তারা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগপ্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী একান্ত সচিব মোহাম্ম'দ রাশেদুজ্জামানের পাঠানো বি'জ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২২ সালের জানুয়ারি মাসেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইম'রান আহম'দ।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ব্যাপারে সমঝোতা স্মা'রক সই শেষে দেশে ফিরে মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজের মাধ্যমে শ্রমিক পাঠানো হবে। কর্মীরা ন্যূনতম খরচে সেখানে যেতে পারবেন। পাশাপাশি মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে কারো সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য পরাম'র্শ দেন মন্ত্রী।

Back to top button