প্রতিটি বিভাগে ১০০ শয্যার বার্ন ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, দেশের প্রতিটি বিভাগী ১০০ শয্যার বার্ন ইউনিটিতে করার পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৫ বিভাগের বিষয় অনুমোদন দিয়েছেন একনেক।

শুক্রবার ঝলকাঠির সুগন্ধা নদীতে অ'গ্নিদ'গ্ধদের দেখতে সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী জানান, ঝলকাঠিতে লঞ্চে অ'গ্নিকা'ণ্ডে আ'হতদের মধ্যে ৭৬ জনের চিকিৎসা হচ্ছে। ঢাকায় ৫ জনের চিকিৎসা হচ্ছে। তাদের সর্বাত্মক সেবা দেওয়া হবে।

করো'না সংক্রমণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, করো'নার সংক্রমণ বাড়ছে। আগে ১ শতাংশের নিচে ছিল। এখন ২ এ চলে আসছে। ১ দিনেই ৪০০ করো'না রোগী বাড়ছে যা উদ্বেগের। স্বাস্থ্যবিধি মানুন। না হলে ইউরোপের মতো পরিস্থিতি হোক আম'রা তা চাই না। বুস্টার ডোজের অ্যাপস আপডেট হলে সবাই পাবে।

Back to top button