‘সরকার কোরআন-সুন্নাহ পরিপন্থী কোনো আইন পাস করবে না’
মৎস্য ও প্রা'ণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার কোরআন-সুন্নাহ পরিপন্থী কোনো আইন দেশে পাস করবে না। সরকার দেশের প্রতিটি জে'লা-উপজে'লায় মডেল ম'সজিদের নামে পরিচিত ইস'লামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছেন। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করছেন। মাদরাসা সর্বোচ্চ শিক্ষাকে এমএ পাসের ম'র্যাদা দিয়েছেন। সরকারি অর্থে মাদ্রাসায় বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ করে দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) রাজধানীর জাতীয় ম'সজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠানে প্রধান অ'তিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ইস'লামের নামে যারা সন্ত্রাস ছড়ায়, বো'মাবাজি করে, উগ্রতা সৃষ্টি করে, অন্য ধ'র্মাবলম্বীদের প্রতি আক্রমণ করে তাদের কথায় বি'ভ্রান্ত হবেন না।
তিনি আরো বলেন, ইস'লাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইস'লামকে যদি পরিপূর্ণভাবে অনুসরণ করা যায়, নিজের জীবনে চর্চা করা যায়, তাহলে আম'রা নিজেরা যেমন ভাল থাকব, তেমনি দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারব। আল্লাহর সব সৃষ্টির জন্য আমাদের কর্তব্য রয়েছে। সেটাকে অনুসরণ করা প্রতিটি মু'সলমানের জন্য অনিবার্য দায়িত্ব। এ জন্য দরকার ইস'লামকে পরিপূর্ণভাবে জানা। খণ্ডিত ইস'লাম প্রকৃত ইস'লাম নয়। ইস'লামের মধ্যে বিরোধ সৃষ্টিকারীরা ইস'লামের মঙ্গল কামনা করে না।
কেরাত সম্মেলনে ই'রান, আ'ফগা'নিস্তান ও ফিলিপাইনের কারিরা কোরআন তিলাওয়াতে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ইস'লামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্ম'দ আবদুল কাদের শেখ, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্ম'দ মিজানুর রহমান, ইস'লামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মক'র্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার মহাসচিব সাখাওয়াত খান।