লঞ্চে অ'গ্নিকা'ণ্ড: গুরুতর আ'হত ২ জনকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অ'ভিযান ১০ এ অ'গ্নিকা'ণ্ডের ঘটনায় গুরুতর আ'হত দুই রোগীকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে র্যা'বের হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
র্যা'ব-৮ এর সিপিএসসির কোম্পানি কমান্ডার মেজর মোহাম্ম'দ জাহাঙ্গীর আলম শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ডিজি মহোদয়ের সঙ্গে আসা দু’টি হেলিকপ্টারের মধ্যে একটিতে দু’জন রোগীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তারা বরিশাল হাসপাতা'লে চিকিৎসাধীন ছিলেন।
ঝালকাঠি অ'তিরিক্ত পু'লিশ সুপার প্রসান্ত কুমা'র দে বলেন, নি'হতদের মধ্যে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। এদের প্রায় সবাই বরগুনার জে'লার অধিবাসী।
তারা হলেন- বেতাগী উজে'লার কাদিরাবাদ গ্রামের রিয়াজ (৩০), বরগুনার পরিরখালের রাজিয়া সুলতানা (৩৩), তার মে'য়ে নুসরাত (৯), বরগুনার করইতলা গ্রামের রাজ্জাক (৩২), হোসনেয়ারা (৩২)।
এই পাঁচজনের ম'রদেহসহ ৩৬ জনের ম'রদেহ বরগুনা জে'লা প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জে'লা প্রশাসক জোহর আলী।