শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

গত তিন-চারদিনের শৈত্যপ্রবাহ বাড়িয়েছে শীতের তীব্রতা। পঞ্চগড় ছাড়া দেশের কোথাও আপাতত শৈত্যপ্রবাহ নেই। সন্ধ্যার পর হালকা শীত থাকছে, সেই সাথে থাকছে মাঝারি কুয়াশা। তবে আপাতত শীত বাড়ছে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার (২৫ ডিসেম্বর) উত্তরের উপজে'লা তেঁতুলিয়া ছাড়া আর কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বেশির ভাগ এলাকায় আবারও তাপমাত্রা কমবে। এতে শৈত্যপ্রবাহ ফিরে আসবে না, তবে শীতের অনুভূতি বাড়বে। আকাশে মেঘ ও ঘন কুয়াশা পর্যায়ক্রমে বাড়তে পারে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমকে জানান, বঙ্গোপসাগর থেকে আসা মেঘের কারণে দিনের বেলা রোদ কম পাওয়া যাচ্ছে। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি রয়ে গেছে। যদিও এখন শীত অনেকটাই কমে গেছে। তবে, সামনের দিনগুলোতে দেশের উত্তরাঞ্চলে শীত আস্তে আস্তে বাড়বে। এসময় রাজধানীর তাপমাত্রা ও শীত প্রায় একই রকমের থাকতে পারে।

Back to top button