বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দু’ট্রাকের সং'ঘর্ষে ভ'য়াবহ আ'গুন, চালকসহ দ'গ্ধ ২
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সং'ঘর্ষে একটি ট্রাকে ভ'য়াবহ আ'গুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ট্রাকের চালকসহ ২ জন গুরুত্বর দ'গ্ধ হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজে'লার সল্লা বটতলা (চরপাড়া) এলাকার ১৩ নম্বর ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আ'হত হয়েছেন আরও ১ জন।
দ'গ্ধ হওয়া আ'হতরা হলেন- পঞ্চগড় জে'লার বানগুর এলাকার শহিদুল ইস'লামের ছে'লে আপন (৪০), একই জে'লার ফুলতলা এলাকার বাসিন্দা বাবু (৩৫)। এছাড়া অ'জ্ঞাত আরও একজন ওই ঘটনায় আ'হত হয়েছেন। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। দ'গ্ধদের মধ্যে বাবুর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জানিয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, দুর্ঘ'টনার কারণে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা এলাকা থেকে মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হওয়ায় উত্তরবঙ্গগামী পরিবহনগুলো এলেঙ্গা-ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের দিয়ে যানচলাচল করলে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘ'টনা কবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে দুপুরের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থা'নার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, শনিবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সং'ঘর্ষ হয়। এতে একটি ট্রাকের ইঞ্জিনে আ'গুন ধরে যায়।
এ সময় দুই ট্রাকে থাকা সবাই দ্রুত নেমে পড়লেও সিমেন্ট বোঝাই ট্রাকের চালক আ'ট'কে পড়েন। ফলে আ'গুনে তার শরীর পুড়ে যায়। পরে এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দ্রুত আ'গুন নিয়ন্ত্রণে আনেন। পরে আ'হত উ'দ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতা'লে পাঠায় ফায়ার সার্ভিস।