কক্সবাজারের ঘটনার মূলহোতা সেই আশিক মাদারীপুরে গ্রে'ফতার
কক্সবাজারে স্বামী-সন্তানকে জি'ম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধ'র্ষণের ঘটনার মূলহোতা ও প্রধান আ'সামি আশিকুল ইস'লাম আশিককে গ্রে'ফতার করেছে রেব।
মাদারীপুর থেকে তাকে গ্রে'ফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যা'ব।
আজ দুপুরে গৃহবধূকে গণধ'র্ষণের ঘটনায় এজাহারভুক্ত আ'সামিসহ তিনজনকে গ্রে'ফতারের কথা জানিয়েছিলেন চট্রগ্রাম বিভাগের ট্যুরিস্ট পু'লিশের ডিআইজি মোহাং মু'সলিম।
তিনি বলেন, পর্যট'ক গৃহবধূকে গণধ'র্ষণের ঘটনায় মা'মলার এজাহারে যে তিনজন অ'জ্ঞাতনামা আ'সামি রয়েছে তাদের গ্রে'ফতার করা হয়েছে। শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অ'ভিযান চালিয়ে তাদের আ'ট'ক করা হয়।
আ'ট'ককৃতরা হলেন- শহরের বাহারছড়া এলাকার রেজাউল করিম প্রকাশ শাহাব উদ্দিন, মেহেদী হাসান ও চকরিয়া উপজে'লার ডুলাহাজারা এলাকার মামুনুর রশিদ।
চাঞ্চল্যকর এই ধ'র্ষণের ঘটনায় গত ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর থা'নায় ৪ জনের বি'রুদ্ধে মা'মলা করেন ভিকটিমের স্বামী।
এজাহারভুক্ত আ'সামিরা হলেন- আশিকুর রহমান ও তার তিন সহযোগী ইস্রাফিল খোদা ওরফে জয় ও মেহেদী হাসান ওরফে বাবু এবং হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন।