কোম্পানীগঞ্জে ভা'রতীয়দের গু'লিতে প্রা'ণ গেলো যুবকের
সিলেটের কোম্পানীগঞ্জ উপজে'লার সীমান্তে ভা'রতীয়দের গু'লিতে ঝড়লো বাংলাদেশি যুবকের প্রা'ণ। নি'হত যুবকের নাম লোকেশ রায় (৩৬) ম'রদেহটি উ'দ্ধার করে বিজিবি। লোকেশ স্থানীয় কালাই'রাগ গ্রামের বিষ্ণু রায়ের ছে'লে। শনিবার (১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় উপজে'লার কালাই'রাগ সীমান্ত এলাকা থেকে তাঁর লা'শ উ'দ্ধার করা হয়েছে।
বিকেল সোয়া ৫টার দিকে বাংলাদেশ-ভা'রত সীমান্তের কালাই'রাগ ১২৫১ নম্বর পিলারের কাছে ম'রদেহটি পড়ে থাকার খবর পায় পু'লিশ। পরে বিজিবি সদস্যদের সহায়তায় লোকেশের গু'লিবিদ্ধ লা'শ পিলারের প্রায় ১০ গজ অভ্যন্তরে বাংলাদেশ সীমান্ত থেকে উ'দ্ধার করা হয় বলে জানিয়েছে পু'লিশ।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থা'নার ডিউটি অফিসার জানান, লোকেশ ও শৈলেন নামে দুই যুবক শুক্রবার সকালে কালাই'রাগ সাদা পাথর সীমান্তে ভা'রতের অংশে চলে যান। তবে কী' কারণে তাঁরা ভা'রতের সীমান্ত অ'তিক্রম করেছিলেন তা জানাতে পারেনি কেউ। ধারণা করা হচ্ছে, লোকেশ ও শৈলেন ভা'রতীয় সীমান্তে প্রবেশ করলে ভা'রতীয় নাগরিকরা তাঁদের লক্ষ্য করে ছররা গু'লি ছোড়ে শরীরে ছররা গু'লিসহ শৈলেন বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন। মৃ'ত লোকেশের শরীরেও একাধিক গু'লির আ'ঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) কে এম নজরুল ইস'লাম। তিনি বলেন, লা'শ ময়নাত'দন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতা'লে পাঠানো হচ্ছে।