যত হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেলেন ইশরাক

২০২০ সালে গাড়িতে অ'গ্নিসংযোগের অ'ভিযোগে মতিঝিল থা'নার মা'মলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আ'দালত। মঙ্গলবার ঢাকার অ'তিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আ'দালত শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় এ আদেশ দেন।

রাজধানীর মতিঝিল থা'নার নাশকতার মা'মলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আ'দালত।

এর আগে গত ৬ এপ্রিল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রে'প্তার করে আ'দালতে নিয়ে আসা হয়।

এ সময় তাকে আ'দালতের হাজতখানায় রাখা হয়।

এরপর তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভ'য় পক্ষের শুনানি শেষে আ'দালত তার জামিন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মা'মলায় ২০২১ সালের ১৮ আগস্ট ইশরাকের বি'রুদ্ধে গ্রে'প্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইম'রুল কায়েশ। বর্তমানে মা'মলা'টি ত'দন্তাধীন। আগামী ২৬ মে এ মা'মলার ত'দন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

মা'মলার অ'ভিযোগে বলা হয়, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকার ১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষে আ'সামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মক'র্তা ও কর্মচারীদের পুড়িয়ে মা'রার উদ্দেশ্যে গাড়িতে আ'গুন ধরিয়ে দেয়। এতে গাড়িতে থাকা যাত্রীরা প্রা'ণে বেঁচে যায়। এ ঘটনায় বিএনপি নেতা ইশরাকসহ ৪২ জনের বি'রুদ্ধে মতিঝিল থা'নায় মা'মলা করেন পু'লিশের উপ-পরিদর্শক আতাউর রহমান ভূঁইয়া।

Back to top button