রমজানে বৈশাখী উৎসব করলে দাঁতভাঙা জবাব, ছাত্রলীগ নেতার স্ট্যাটাস

ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপ-সংস্কৃতি সম্পাদক সরোয়ার হোসাইন জীবনের বি'রুদ্ধে রমজানে বৈশাখী উৎসব উদযাপন করলে খবর আছে বলে হু'মকি দেওয়ার অ'ভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে এ হু'মকি দেন তিনি।

ছাত্রলীগ নেতা তার স্ট্যাটাসে বলেন, আজ শুনলাম আগামীকাল নাকি কলেজে বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান করা হবে। রমজানের তাঁবু দিতে সমস্যা, ম'সজিদে ইফতার দিতে সমস্যা, কলেজ প্রশাসনের। আগামীকাল যদি কলেজে কোনো ধরনের বৈশাখ উৎযাপন করা হয় এই পবিত্র মাসে, তাহলে কলেজ প্রশাসনকে দাঁতভাঙা জবাব দিতে হবে বলে দিলাম।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আ'মেনা বেগম গণমাধ্যমকে বলেন, এক ছাত্র রমজান মাসে কলেজে বৈশাখী উৎসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হু'মকি দিয়েছে। পরে বিষয়টি আমি পু'লিশকে জানিয়েছি।

Back to top button