সম্মানী লোকদের সম্মান দিতে আল্লাহর নির্দেশ আছে: স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইস'লাম বলেছেন, ‘সম্মানী লোকদের সম্মান দিতে হয়। এ বিষয়ে আল্লাহর নির্দেশ আছে। তা না হলে ভালো মানুষেরা হারিয়ে যাবে। ঠিক সেভাবে উন্নত দেশ গঠনের লক্ষ্যে সরকারের উন্নয়নমূলক কর্মকা'ণ্ডকে সম্মান জানাতে হবে।’
শনিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অ'তিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমাদের উদ্দেশ্য ও স্বপ্ন দেশকে উন্নত করা। সেজন্য সব পেশাজীবীকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলে এগিয়ে যাবে দেশ। তাহলে ত্রিশ সালের আগেই আম'রা উন্নত দেশে রূপান্তরিত হতে পারব। সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের কাজ করতে হবে।’
সাংবাদিকদের উদ্দেশে মো. তাজুল ইস'লাম বলেন, ‘কে কোথায় কাজ করছেন না, তা সাংবাদিকরা তুলে ধরবেন। আমা'র ব্যর্থতাগুলোও আপনারা তুলে ধরবেন। কিন্তু ব্যক্তিগত, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কিছু লিখবেন না। এতে কাজের প্রতি উৎসাহ হারিয়ে যায়।’