‘আমা'র মন খা'রাপ’ পোস্ট দেওয়া নিয়ে যা বললেন মন্ত্রী

‘আমা'র মন খা'রাপ’ পোস্ট করলে শা'স্তি হবে—এ স'ম্পর্কিত একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের বিষয়টিকে জঘন্য ‘মিথ্যাচার’ ও ‘অ'পপ্রচার’ বলে আখ্যায়িত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার (১৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমনটা জানান।

ফেসবুকে মোস্তাফা জব্বার লেখেন, গত দুদিন ধরে ফেসবুকে একটি দৈনিক পত্রিকার খবর অনুসারে ট্রল করা হচ্ছে যে ফেসবুকে ‘আমা'র মন খা'রাপ’ পোস্ট দিলে শা'স্তি হবে। এই খবরটি একটি জঘন্য মিথ্যাচার ও অ'পপ্রচার।

তিনি বলেন, খসড়া নীতিমালায় এমন কোনো বাক্য নেই। যারা বি'ভ্রান্ত হচ্ছেন, তাদের জন্য বিটিআরসি একটি নীতিমালার প্রথম খসড়া তৈরি করেছে। যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যম বা ওটিটি প্লাটফর্মে ডিজিটাল অ'প'রাধ প্রতিরোধ করা যায়।

মন্ত্রী বলেন, এটি উচ্চ আ'দালতের নির্দেশে করা হয়েছে। এর ওপর মতামত দিতে বলা হয়েছিল। এখন অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। এরপর এটি আ'দালতে পেশ করা হবে এবং আ'দালত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Back to top button