করো'নায় মৃ'ত্যু শূন্য, শনাক্ত ৫০ জন
গত ২৪ ঘন্টায় করো'নায় সারাদেশে মৃ'ত্যু নেই। ফলে মৃ'ত্যু সংখ্যা অ'পরিবর্তিত থেকে এখন পর্যন্ত করো'নায় মৃ'ত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৬ জন।
একই সময়ে করো'নাভাই'রাস আ'ক্রান্ত হয়ে শনাক্ত হয়েছে ৫০ জনের দেহে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪১২ জনে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করো'নাবিষয়ক নিয়মিত সংবাদ বি'জ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।